• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

সিলেটে আরও এক কূপে মিলল গ্যাসের সন্ধান

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৯:১৭
সিলেটে আরও এক কূপে মিলল গ্যাসের সন্ধান
ছবি : সংগৃহীত

সিলেটের কৈলাশটিলার ৮ নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এ কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

শুক্রবার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

মো. মিজানুর রহমান বলেন, ‘চার মাসে সফলভাবে খনন কাজ শেষে কূপটির ৩ হাজার ৫০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৪০ থেকে ৩ হাজার ৪৫৫ মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখন পরীক্ষা চলছে।’

এ কূপ থেকে প্রাথমিকভাবে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করছেন মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘গ্যাসের প্রেসার আছে ৩ হাজার ৩৭০ পিএসআই। আর আগামী ৩ মাসের মধ্যে এখান থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

উল্লেখ্য, এ নিয়ে গত ৭ মাসের মধ্যে সিলেটের চারটি আলাদা কূপে গ্যাসের সন্ধান মিলল।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ‘গ্যাস বাবু’ 
‘আনার হত্যায় শাহীনের পক্ষে শিমুল, মিন্টুর পক্ষে গ্যাস বাবু’
আদাবরে কেমিক্যাল ড্রামের বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪