• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত

আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ২২:৪৭
ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার রাকেশ হোসেন (৩০) নামে ভারতীয় এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তের প্রধান পিলার ৮৫৭ এর ৬ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয়রা জানায়, ভারতের পূর্ব টেপুরগাড়ী এবং বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম সদর উপজেলার ডাঙ্গা এলাকায় সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের কাছে ভোরের দিকে দুই দেশের পাঁচ-ছয়জনের একটি দল জড়ো হয়েছিল। ওই সময় ভারতের ১৬৯ কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাকেশ গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এ ছাড়া ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, ভোরে সীমান্তে কয়েক রাউন্ড গুলি হয়েছে। তাদের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। সীমান্তে গুলির ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ১০ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত 
হানিফ ফ্লাইওভারে যুবক নিহত