• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ১২:৫০
কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক শিশু কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে এক ব্যক্তি জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে তরুণীর মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তার কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেছে। তবে সেটা অনেকদিন আগের।

তিনি জানান, নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুরে মিলল কলেজছাত্রীর মরদেহ
ময়মনসিংহে নারীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠালো পুলিশ  
দোহারে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক