• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ০১:০১
বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ
ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ মে) সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল দিয়ে বরণ করা হয়। মিষ্টিমুখ করানো হয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার তরেন যোসেফ পালমা, প্রতিষ্ঠানের অভিভাবক ডা. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুস সামাদ ও সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এমন সাফল্য পেয়েছেন বলে মনে করেন কৃতি শিক্ষার্থীরা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরাও। এসময় তারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। বিদ্যালয়ের ফলাফলে নিজেদের আত্মতুষ্টির কথা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা জবি প্রশাসনের
ঢাবি শিক্ষার্থীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
বিদ্যালয়ে ঢুকে ৫ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, নারী আটক