• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

শ্রীপুরে শিক্ষককে ৩ দিনের জেল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১৪:০৯
শ্রীপুরে শিক্ষককে ৩ দিনের জেল
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক শিক্ষককে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় এ শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি উপজেলার রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ বলেন, ‘বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।’

প্রিসাইডিং অফিসার আরও বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮টি। কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২০টি ভোট কাস্টিং হয়।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, ‘শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রে ১৪৮টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪টি।

শ্রীপুর উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিন জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার 
শাস্তির শঙ্কায় শিক্ষকের অব্যাহতি, ‘দূরভিসন্ধি’ দেখছে জাবি প্রশাসন
শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা
প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা জানা গেল