• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

দুই ঘণ্টায় ২৬ জনকে কামড়ে দিলো একটি কুকুর!

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১৮:২৭
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টায় ছয় গ্রামের ২৬ জনকে কামড়ে আহত করে একটি কুকুর।

আহতদের মধ্যে মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫) নামের দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুর সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। এতে নারী, শিশুসহ ২৬ জন আহত হন। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের শ্রীবাসের পালিত কুকুর। দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটি মেরে ফেলেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। দুজন গুরুতর আহত হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের
সুনামগঞ্জে অবৈধ বালু-পাথরবোঝাই ২৬ বাল্কহেড আটক
শাশুড়িকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা পুত্রবধূরও
সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে