• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সিলেটে ‘হিটস্ট্রোকে’ যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১৭:১১
ছবি : সংগৃহীত

সিলেটে ‘হিটস্ট্রোকে’ এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগরের জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে তিনি মারা যান।

মৃত শফিকুল ইসলাম (৩৫) মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের আবু আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। নগরের সিটি সেন্টারের সামনে আসামাত্র তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে নগরের শহীদ সামসুদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে কোতোয়ালি পুলিশ জানায়, ওই ব্যক্তি গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে মৃতের ভাই জহিরুল ইসলামকে খবর দেওয়া হয়। স্বজনরা হাসপাতালে উপস্থিত হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ওই ব্যক্তি প্রয়োজনীয় কাজে সিলেটে এসেছিলেন। তিনি ডিহাইড্রেশনে ভুগে ফুটপাতে পড়ে গেলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত