• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বসতঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১৪:৩৮
বসতঘরে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম জিয়াসমিন আক্তার (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী। নিহত জিয়াসমিনের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান।

তিনি বলেন, ‘স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ ঘর থেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্বামী শাহজালাল মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী পলাতক।’

তিনি আরও বলেন, ‘স্ত্রী হত্যায় অভিযুক্ত শাহজালাল এলাকার চিহ্নিত চোর এবং ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ছয় মাস সাজাভোগ করেছে সে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গৃহবধূর মরদেহ পৌঁছে দিতে এসে স্বামী-শাশুড়ি আটক