• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

হুইপ বাবুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৫:৫৪
হুইপ বাবুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।

সোমবার (১৩ মে) নির্বাচন কমিশন বরাবর এ অভিযোগ দেন তিনি।

চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া জানান, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম স্বপনকে জয়ী করতে জনসাধারণকে হুমকি দিচ্ছেন নজরুল ইসলাম বাবু। একই সঙ্গে তার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি-ধামকিসহ অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

মো. শাহজালাল মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ‘হুইপ ও এমপি বাবু নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করছেন। আমি তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছি।’

প্রসঙ্গত, আগামী ২১ মে আড়াইহাজার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজালাল মিয়া, কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও সুমন ইকবাল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়