• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সেনবাগে বইছে নির্বাচনী হাওয়া, এগিয়ে সাইফুল আলম দিপু

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৩:২৫
সেনবাগে বইছে নির্বাচনী হাওয়া, এগিয়ে সাইফুল আলম দিপু
ছবি : আরটিভি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। যেখানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোট ছয়জন প্রার্থী; যারা উপজেলা চষে বেরিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন।

যদিও স্থানীয় গণমাধ্যমের এক জরিপে দেখা যায়, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের আলহাজ জাফর আহমদ চৌধুরীকে এবার টেক্কা দিয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক আনারস প্রতীকের সাইফুল আলম দিপু।

ভিন্নধর্মী প্রচারণা ও তারুণ্যের মিশেলে সাইফুল আলম দিপু ভোটারদের কাছে নিজেকে সাধারণের নেতা হিসেবে উপস্থাপন করতে পেরেছেন বলে মনে করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ মে) সকালেও উপজেলার নির্বাচনী এলাকায় আনারস মার্কার সমর্থনে প্রচারণায় গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উপজেলার বিজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট, ফকিরহাটের মানুষের সুখ-দুঃখের কথা শোনেন সাইফুল আলম দিপু। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানে ব্যবস্থা নেবেন বলেও প্রতিশ্রুতি দেন ভোটারদের।

প্রচারণায় বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইন উদ্দিন মনা কোম্পানি, সাধারণ সম্পাদক এয়াকুব মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে সাধারণ ভোটাররা বলছেন, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যেই হবে মূল লড়াই। বিশেষ করে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানকে নির্বাচনী মাঠে কোনো ভাবেই ছাড় দেবেন না বেঙ্গল গ্রুপ, আরটিভির পরিচালক আনারস প্রতীকের প্রার্থী সাইফুল আলম দিপু, এমনটাই মনে করছেন ভোটাররা।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদে নেতৃত্বের বদল চাইছেন সাধারণ ভোটারদের বড় একটি অংশ। তারা এবার বর্তমান চেয়ারম্যানের বিপরীতে এগিয়ে রাখছেন আনারস প্রতীকের প্রার্থী সাইফুল আলম দিপুকে। নতুন প্রজন্মের নতুন ভাবনার সঙ্গে তার মিশে যাওয়ার বিষয়টিকে সাদরে গ্রহণ করছেন সাধারণ ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ারহাটের ষাটোর্ধ্ব এক বৃদ্ধা এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের উপজেলায় আমরা নতুন কাউকে নেতৃত্বে দেখতে চাই। যোগ্য প্রার্থীকেই আমরা এবার বেছে নেব। আগে যারা উপজেলা পরিষদে নেতৃত্বে ছিলেন তাদের দেখা হয়ে গেছে। তেমন একটা সুফল পেয়েছি বলতে পারবো না। তাই এবার আমরা সবাই নতুন কাউকে চাইছি। সেই হিসেবে আমাদের এলাকায় আনারস প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন বলাই যায়।’

উল্লেখ্য, আগামী ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় এবার চেয়ারম্যান পদে লড়ছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু (দোয়াত কলম), উপজেলা জাতীয় পাটির সাভাপতি হাসান মঞ্জুর (কাপ পিরিচ), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা একে এম জাকির হোসেন (মোটরসাইকেল)।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকরা যত বেশি উৎপাদন করবে, দেশ তত স্বয়ংসম্পূর্ণ হবে: সাইফুল আলম দিপু
প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়ন করে জনগণের কল্যাণ করতে চাই: সাইফুল আলম দিপু
জাতীয় দলের খেলোয়াড় হতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে : সাইফুল আলম দিপু
সেনবাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সাইফুল আলম দিপু