• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কুমিল্লায় র‌্যাবের হাতে পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১৫:৪৫
কুমিল্লায় র‌্যাবের হাতে পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার
ছবি : আরটিভি

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে।

সোমবার (১৩ মে) দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবুবক্কর সিদ্দিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর
আন্দোলনকারীদের ওপর হামলা, কুবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ