• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

হিলিতে এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১১:০৬
হিলিতে এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে এক রাতে দুটি ডিপটিউবয়েলের ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ঘটনায় হাকিমপুর থানা অভিযোগ দিয়েছেন ডিপটিউবয়েলের মালিক সিরাজুল ইসলাম। শনিবার (১১ মে) রাতে হাকিমপুর উপজেলার ছাতনী এলাকা থেকে দুটি ডিপটিউবয়েলের বৈদ্যুতিক সংযোগের জন্য লাগানো এ ট্রান্সফরমারগুলো চুরি হয়। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ডিপটিউবয়েলের ঘরে সিরাজুল ইসলাম ঘুমিয়ে যান। পরে ঘুম থেকে উঠে রাত ৩টার দিকে বাড়িতে চলে আসেন তিনি। বাড়ি থেকে ভোর সাড়ে ৫টার সময় এসে দেখেন তার ডিপটিউবয়েলের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখোঁজির পরেও ট্রান্সফরমারগুলো না পেয়ে তিনি হাকিমপুর থানায় এসে অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ দায়ের করেন।

রোববার (১২ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।

তিনি বলেন, সিরাজুল ইসলামসহ অন্য আরও একজনের মোট ছয়টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। খুব দ্রুত আসামিদের আটক করা হবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
কৃষকরা যত বেশি উৎপাদন করবে, দেশ তত স্বয়ংসম্পূর্ণ হবে: সাইফুল আলম দিপু
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হিলিতে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক ৩