• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চিকিৎসার কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৯:২৮
চিকিৎসার কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণ
প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় চিকিৎসার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে কবিরাজ আব্দুল খালেকের বিরুদ্ধে। ১৫ হাজার টাকার লোভে ওই গৃহবধূর মা কবিরাজকে সহযোগিতা করেছেন বলেও থানায় অভিযোগ করা হয়েছে।

শনিবার (১১ মে) রাতে রংপুরের গঙ্গাচড়া থানায় ধর্ষণের অভিযোগে আব্দুল খালেককে ১ নম্বর আসামি এবং ধর্ষণে সহযোগিতা করায় গৃহবধূর মাকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইবাড়ি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, তার শাশুড়ি গত বৃহস্পতিবার ১৫ হাজার টাকার লোভে মিঠাপুকুরে নিজের বাড়ি থেকে গঙ্গাচড়ায় কবিরাজের বাড়ি নিয়ে যান মেয়েকে এবং সেখানে রাত্রিযাপন করেন। রাতে থাকার সুযোগে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ।

তবে গৃহবধূর মা অভিযোগ অস্বীকার করে জানান, রাতে কবিরাজের বাড়িতে মেয়েসহ এক রুমে থাকলেও তিনি কিছুই বুঝতে পারেননি। এখন ঘটনাটি বুঝতে পেরে তিনি খালেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার সঙ্গে রাতে জোরপূর্বক খারাপ কাজ করেছেন কবিরাজ আব্দুল খালেক। এ ঘটনায় তিনি কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান।

তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আসামিদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোগ প্রতিরোধনির্ভর না হয়ে চিকিৎসাকেন্দ্রিক হয়েছে স্বাস্থ্যসেবা
বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের 
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যানসারে আক্রান্ত ইউনুস মিয়ার 
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর