• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৭:৪৫
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি : আরটিভি

কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে পুলিশের হাতকড়া, পুলিশের পোশাক, জুতা, অস্ত্র, স্বর্ণ, মোবাইল ফোন, বিভিন্ন তালার ১১০টি চাবি, তিনটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

রোববার (১২ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

তিনি বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।

ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মুরাদপুর এলাকার সুমন ও সুজন, উত্তর চর্থ এলাকার মো. হাসান, চাঁদপুর এলাকার রাশেদুল ইসলাম মাহি এবং বরুড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ রাকিব হাসান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলন ছিনতাই হয়ে স্বাধীনতাবিরোধীদের হাতে চলে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
কুমিল্লায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর
আন্দোলনকারীদের ওপর হামলা, কুবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক