• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মোড়ের মাথায় আর ফল বিক্রি করবেন না রেবেকা 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ২০:৩১
মোড়ের মাথায় আর ফল বিক্রি করবেননা রেবেকা 
ছবি : আরটিভি

জীবনযুদ্ধে হার মেনে পরপারে পাড়ি জমালেন নড়াইল শহরের সবার চেনা মুখ ফুটপাতের হতদরিদ্র নারী ফলবিক্রেতা মাঝবয়সী রেবেকা।

শনিবার (১১ মে) সকালে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারান তিনি।

রেবেকার স্বজনরা জানান, স্বামীহারা রেবেকা একমাত্র সন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। মানুষের গাছ থেকে লিচু, সফেদা, বেল, পেয়ারাসহ নানান মৌসুমি ফল কিনে নিজ হাতে পেড়ে শহরের জনাকীর্ণ বিভিন্ন মোড়, ফুটপাত ও বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্বজনরা আরও জানান, শনিবার দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়া এলাকায় রসুল মিয়ার গাছ থেকে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান রেবেকা। কিন্তু নির্জন বাগানের মধ্যে কেউ জানতে না পারায় তাকে উদ্ধারে কেউ আসেনি। সেখানে অন্তত এক ঘণ্টা পর্যন্ত মাটিতে পড়ে থাকতে হয় রেবেকাকে। পরে একটি শিশু ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে রেবেকাকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরে জানালে আশপাশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এ সময় মুষলধারে বৃষ্টির কারণে তাকে হাসপাতালে নিতে ব্যর্থ হন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়রা আক্ষেপ করে জানান, দুপুরের দিকে বৃষ্টি কমলে রেবেকাকে হাসপাতালে নেন তারা। হাসপাতালে পৌঁছার কিছুক্ষণের মধ্যে মারা যান রেবেকা।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়