• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১৪:৪৪
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম (৩০) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক মাঝি বদরুল ইসলাম জানান, সকালে মো. আলমকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, রোহিঙ্গা যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ডের চৌকি ভাঙচুর, গুলিতে যুবক আহত
ফের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলারে গুলি
কক্সবাজারে আ.লীগের অফিসে হামলা