• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মধ্যরাতে ঝাড়ু হাতে সিলেটের রাস্তায় তামিম ইকবাল

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১১:১৫
ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টায় সিসিক আয়োজিত নগরী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তামিম।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে ঝাড়ু নিয়ে নগরীর ক্বীন ব্রিজ-সংলগ্ন এলাকা পরিষ্কার করেন তামিম। এ সময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও সঙ্গে ছিলেন।

তামিম ইকবাল বলেন, আগেও অনেকবার সিলেটে এসেছি। তবে এবার সিলেটকে বেশি পরিষ্কার লাগছে। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের ঝামেলা নেই।

তিনি বলেন, সিসিক মেয়র এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সিলেট আরও পরিষ্কার হবে। এ সময় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্যও আহ্বান জানান এই ক্রিকেটার।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল (অব.) একলিন আবেদিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের
বৃষ্টির মধ্যেই সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক শাবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ