• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কমলনগরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৬:৪২
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে সহায়তা করার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ মে) সকাল ৮টায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরুর পর বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মেহেদি হাসান। তিনি ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। এ ছাড়া কমলগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস। তিনি বলেন, জাল ভোটে সহায়তা করেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মেহেদি। বিষয়টি ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার কমিশনকে জানান। কমিশনের সিদ্ধান্তে তাকে আটক করা হয়।

আটক কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।

এদিকে রামগতি উপজেলার পূর্ব চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও জাল ভোটে সহায়তা করার অভিযোগ উঠেছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মিজানুর রহমানের বিরুদ্ধে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৭ জন।

এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৯২২ জন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ 
রামগঞ্জে নির্বাচন প্রভাবিত করছেন এমপি, অভিযোগ ৩ প্রার্থীর
‘মনে হতো আর মায়ের কাছে ফেরা হবে না’
১৫ হাজার গাছ কাটার আয়োজন, বড় বিপর্যয়ের শঙ্কা
X
Fresh