• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেত্রীকে হত্যার ঘটনায় মামলা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০১৭, ১১:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে স্বপ্নার বড় ভাই আমির হোসেন বাদী ৬/৭ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলাটি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল বলেন, কি কারণে স্বপ্না আক্তারকে খুন করা হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনায় মামলার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে নবীনগর উপজেলার বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন স্বপ্না আক্তার। এদিন সন্ধ্যায় উপজেলার সাতমোড়া ইউনিয়নের দশমৌজা এলাকায় দলীয় একটি সভা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বপ্না তার নিজ বাড়ি জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়র সামনে দুর্বৃত্তরা তার উপর হামলা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
X
Fresh