• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

আগুনে পুড়ল ৬০ বিঘা জমির পানের বরজ

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ১৯:২৯
পানের বরজ
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে প্রায় ৬০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির খুশির পাড়া গ্রামের পানের বরজে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মিরপুর উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাষিরা জানান, আগুনে অর্ধশতাধিক পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।

এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আইয়ুব হোসেন বলেন, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডির রেস্টুরেন্টের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডিতে রেস্টুরেন্টে আগুন
মেট্রোরেল চালুর বিষয়ে যা জানাল ডিএমটিসিএল
আগুনে ৫০ কোটি টাকার ক্ষতি, আপাতত বন্ধ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে