• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

যশোরে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ১৫:৩১
269805

যশোরে লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। খুব প্রয়োজন না হলে রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৪০ এর ওপরে ওঠানামা করছে।

এদিকে গরমের কারণে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পাঁচ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ২৫ রোগী। যার মধ্যে ১১ জন শিশু।

লাগাতার তাপদাহের কারণে রোদের মধ্যে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. আব্দুস সামাদ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির প্রবণতা বাড়বে, তাপমাত্রা আরও কমবে
মধ্যরাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ইচ্ছে করেই ভিজছেন অনেকে
চার বিভাগে আরও ২ দিনের হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গা-যশোরে কবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
X
Fresh