• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৪
ছবি : আরটিভি

রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়ায়। এর আগে বৃহস্পতিবার ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত কিছুদিন ধরে রাজশাহীতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। তবে আজ হঠাৎ করেই তাপমাত্রা ৪১ এ পৌঁছিয়েছে। এতে করে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তারা সব থেকে বেশি বিপাকে পড়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক গাউসুজামাব বলেন, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। তবে আজ শুক্রবার বিকেল থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার ওপর দিয়ে।
তিনি আরও জানান, তীব্র তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও দু-এক ডিগ্রি কমতে পারে। তবে একয়েক দিনের মধ্যে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ
তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং কিংস