• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২৪, ২১:৩৬
ছবি : আরটিভি

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক আবু বকর (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া উপজেলার টোক সালুয়ারটেক বাজার বাইপাস-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আবু বকর কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মাসুদ রানার ছেলে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, বুধবার সকালে সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের পাকুন্দিয়া যাচ্ছিল। কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক দিয়ে অটোরিকশাটি উল্টো পথে যাওয়ার সময় টোক বাজার বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক নিহত হয়ে অটোরিকশার ভেতরে আটকা পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মরদেহ উদ্ধার করেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
আজও ৭ ঘণ্টা কারফিউ শিথিল
অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২