• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
নিহত ফুতফাফোনে জায়ডালা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফুতফাফোনে জায়ডালা (২৩) নামে এক বিদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই বাংলাদেশি শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সোমবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফুতফাফোনে জায়ডালা লাউসের নাগরিক। তিনি চট্টগ্রামের এশিয়ান ওমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশি সম্পর্কে ভাই-বোন। তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঈদ উপলক্ষে সোমবার সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, সোমবার রাত ১টার দিকে তাদের পাজেরো জিপের সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ওই বিদেশি নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেকের মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
X
Fresh