• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

৫০ বস্তা ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ১৬:৩০
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসতবাড়ির সামনের গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। এসময় নুরুন্নবীর সঙ্গে থাকা জনি নামের অপর এক সহযোগী পালিয়ে যান। পরে আটক আজমলের দেওয়া তথ্য অনুযায়ী, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।

ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু
টিপু-প্রীতি হত্যা : আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
X
Fresh