বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া মুনসুরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কারো হততের কোন খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের ভেতরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল এন্ড ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, বিকেল তিনটার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকার একটি ক্যারেটের গোডাউনে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক রাজশাহীর ইউনিটের বিভিন্ন স্থানের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় আগুনের তীব্রতায় পুরো এলাকায় কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো সেটি অনুসন্ধান করা যায়নি।
মন্তব্য করুন