• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বসতঘরে ঢুকে পড়ল ট্রাক, আহত ৪ 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২৪, ১৪:২৯
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে বসতঘরের ভেতরে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রাক। এ সময় ঘরে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় হিলি সিপি রোডে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাড়ির মালিক ছোটন বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। রাত ১২ টার সময় হঠাৎ করে একটি ট্রাক তার ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এমনকি তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকের আঘাতে তার ঘরসহ জিনিসপত্রের যে ক্ষতি হয়েছে সেইসবের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ট্রাকটি মালিককে নিতে দেবেন না।

এদিকে হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন বলেন, রাতের আধারে ঘরের মধ্যে ট্রাক প্রবেশ করাতে বসতঘরসহ মানুষের ক্ষতি হয়। আমরা সকাল থেকে পুলিশ ঘটনাস্থলে রেখে দিয়েছি এবং দিনাজপুর সদর থেকে রেকার আনা হয়েছে, দ্রুত ট্রাকটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয় হবে। সেই সঙ্গে বসতঘরের ক্ষতিপূরণও দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হিলি স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল ভারত
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু