• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২৪, ০১:৫৩
চার কন্যা সন্তানের জন্ম
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন সোনিয়া পারভিন (২২) নামের এক গৃহবধূ।

বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

সোনিয়া পারভিন উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের সবুজ শেখের স্ত্রী। সবুজ শেখ পেশায় ভ্যানচালক।

ওই হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, মা ও নবজাতকদের জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, ১১ মাস আগেও একটি কন্যাসন্তান জন্ম দেন এই গৃহবধূ।

এদিকে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম হওয়ায় পরিবার ও স্বজনদের পাশাপাশি শিশুদের চিকিৎসা ও পরবর্তী লালন-পালনের খরচ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভ্যানচালক সবুজ শেখ।

হাসপাতালের চিকিৎসক ইফতেয়ার উদ্দিন বলেন, এ চারটি বাচ্চার ওজন খুবই কম। এ জন্য বাচ্চা ও মায়ের বিশেষজ্ঞ চিকিৎসকের অবজারবেশনে থাকা প্রয়োজন। তাই আমরা রেফার্ড করেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
টিউলিপের চাচা তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস