• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সেফটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ২৩:৪৩
ফাইল ছবি

লালমনিরহাটে সেফটিক ট্যাংকে পড়ে ওয়াজেদ ইসলাম তারিফ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে জেলা শহরের বিডিআর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তারিফ ওই এলাকার বেকারি ব্যবসায়ী ওয়ালিউর ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারিফ বিকেল তিনটার দিকে বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কের ওপর খেলছিল। এ সময় হঠাৎ ট্যাংকের ঢাকনা ভেঙে পড়ে যায়। উদ্ধারের জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় বিশ মিনিট চেষ্টার পর তারিফকে উদ্ধার করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, সেফটিক ট্যাংকে পড়ে যাওয়ার প্রায় ঘণ্টা খানেক পর আমরা খবর পাই। খবর পেয়েই উদ্ধার ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

তিনি আরও বলেন, সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাস থাকে, সেখানে খুব সামান্য সময়েই মানুষ আক্রান্ত হয়ে মারা যান। নিহত তারিফের ক্ষেত্রেও তাই হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের সাবেক মন্ত্রীর মরদেহ বুড়িমারী স্থলবন্দর দিয়ে হস্তান্তর
লালমনিরহাটে ছাত্রলীগের ২ নেতার পদত্যাগ
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক 
ইন্স্যুরেন্সের সাইনবোর্ড টাঙিয়ে অপকর্ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন