জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। আবু বক্কর লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস।
বেসরকারি ফলাফলে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তার নিকটতম প্রার্থী সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ ভোট বেশি পেয়ে মো. আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারময়ান পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৬টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক, মো. আশরাফ হোসেন বাদল চশমা প্রতীক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা আনারস প্রতীক, মো. মমতাজ আলী মোটরসাইকেল প্রতীক এবং সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন।
উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে অ্যাড. মো. মতিয়ার রহমান পদত্যাগ করায় শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন