• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কাঁচামরিচের কেজি ২৮ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৪
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে কেজি প্রতি ২৫ থেকে ২৮ টাকা দরে। মোকামে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচার ব্যবসায়ীরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল বলেন, নিত্যপণ্য কেনার জন্য বাজারে আসলেই ভয় লাগে। সব জিনিসপত্রের দামই বেশি। এর মধ্যেও পেঁয়াজ, এবং কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম অনেকটাই বেশি। ভারত থেকে আলু আসলেও কমছে না দাম। বর্তমানে কাঁচামরিচের কেজি ২৫ থেকে ২৮ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। যার জন্য দুই কেজি কাঁচা মরিচ কিনলাম।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আমরা জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবি, বগুড়াসহ বিভিন্ন মোকাম থেকে কাঁচামরিচ ক্রয় করে থাকি। দাম কমাতে আগের থেকে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি
নানা আয়োজনে হিলি হানাদার মুক্ত দিবস পালন
হিলিতে ঘন কুয়াশা, সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা
হিলিতে শিক্ষার্থী হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার