টাঙ্গাইলে শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার আসামি ছবুরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
সোমবার মধ্য রাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছবুর ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া দাখিল মাদরাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার অন্যতম আসামি ছবুর পালিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে ভূঞাপুর থানার হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান র্যাব কমান্ডার।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা শিক্ষক আব্দুল হক মিয়া তার পাওনা টাকা চাইতে জয়নব বেগমের বাড়িতে যান। কিন্তু ওইদিন শিক্ষক আব্দুল হক মিয়া বাড়ি ফিরে না এলে পরের দিন আব্দুল হক মিয়ার স্ত্রী মোসা. আয়শা খাতুন ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় আসামি জয়নবের দেখানো মতে বাড়ির উঠানের বালুর নিচ হতে আব্দুল হক মিয়ার মরদেহ উত্তোলন করেন। এ ঘটনায় স্ত্রী মোসা. আয়শা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত
আসামি ছবুর সহ ৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন