• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৪:৫৭
নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
পারভেজ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের দুদিন পর পারভেজ (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় আম বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

নিহত পারভেজের স্বজনরা জানান, পারভেজ গত রোববার সন্ধ্যায় চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। খুঁজে না পেয়ে সোমবার ছেলের সন্ধান চেয়ে গোমস্তাপুর থানায় জিডি করেন পারভেজের বাবা দুলাল আলী।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজার ধ্বংসস্তূপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু