• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে ১২ দোকান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১০:০৫
শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে ১২ দোকান
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।

সোমবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে একটি মুদি দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয় দোকানদাররা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্তত ১২টি দোকানে। এতে সেসব দোকানের মালামালও পুড়ে গেছে।

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, শিবগঞ্জ কাঁচাবাজারে তিনটি মুদি দোকানে আগুন বেশি ছিলো, এসব দোকানে সয়াবিন, সরিষাসহ বিভিন্ন তেল থাকার কারণে আগুন দ্রুত বেড়ে যায়। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এ দিকে কাঁচাবাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে পৌরসভার কর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
রূপগঞ্জে কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 
X
Fresh