• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় মাঝারি তাপদাহ, তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১৭:১০
চুয়াডাঙ্গায় মাঝারি তাপদাহ, তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (১ এপ্রিল) বিকেল ৩টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি বলেন, জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ২১ শতাংশ। আগামী এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমনই থাকবে। এর মাঝে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও উঠতে পারে।

তিনি আরও বলেন, আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর বিষয়ে আগে থেকে বোঝা যায় না। দু-এক ঘণ্টা আগে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (৩১ মার্চ) ভোরে এ জেলায় ঝড়-বৃষ্টি হয়। তারপরও তাপমাত্রা কমেনি। ক্রমেই তাপমাত্রার পারদ ওপরে উঠছে। সোমবার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পরে বিকেল ৩টায় তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে মানুষ এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিম্নআয়ের দিনমজুর ও শ্রমিক শ্রেণির মানুষের গরমে নাভিশ্বাস উঠছে চরমে। তবুও তারা এ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে অবস্থান করছেন।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা চলাচলকারী এক বাসের চালক বলেন, গরমে খুব একটা বাইরে বের হচ্ছি না। যাত্রীও খুব একটা নেই। অন্যদিনের তুলনায় কম যাত্রী নিয়ে ট্রিপে যাচ্ছি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভ্যানচালককে হত্যা, যুবকের আমৃত্যু কারাদণ্ড
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু
ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি, ভুয়া পরীক্ষার্থীর জেল
সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ