• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ফেনীতে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ০১:০৪
ফেনীতে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ
ছবি : আরটিভি

ফেনীতে ৩০০ জন গরিব-দুঃস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেনী বিজিবি।

রোববার (৩১ মার্চ) বিকেলে দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা সেক্টরের আওতাধীন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই মানবতার সেবায় ও দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুঃস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এতে উপস্থিত ছিলেন উপঅধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব খান, সহকারী পরিচালক মো. আবুল লেইচ, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।

এ সময় মেজর নাজমুস সাকিব খান জানান, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের।
ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

এর আগে জায়লস্কর স্কুল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৩০০ জন অসহায় মানুষকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির কড়া পাহারায় চলছে তেলবাহী ট্রেন
ফেনীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 
ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
রাবির অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল র‍্যাব-বিজিবি-পুলিশ