• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ইফতার করা হলো না অটোরিকশাচালকের

আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২৪, ২২:৩৮
ঈশ্বরদী থানা
ছবি : সংগৃহীত

প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাবনার ঈশ্বরদীতে জুবায়ের আলম মনা (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনা পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে রিকশাচালক মনা ইফতারের জন্য গোকুলনগর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিথ কোম্পানির একটি প্রাইভেটকারের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় মনাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, আহত রিকশাচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) দোলা পারভীন জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগারে পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি
বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
পাবনায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা