• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নোয়াখালীতে সাতটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি

  ৩০ মার্চ ২০২৪, ২০:৪২
ছবি : আরটিভি নিউজ


নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় সাতটি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম। এর আগে, গতকাল শুক্রবার দিনব্যাপী অভিযান অভিযান চালিয়ে সূবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেইট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার গভীর রাতের দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেল চুরির মুলহেতা মো. লোকমানকে আটক করা হয়। তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
আমাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া: ড. দেবপ্রিয়
নওগাঁ সীমান্তে ৬ মহিষসহ চোরাকারবারি আটক
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ