• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মসজিদের ইমামের বেতনের টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৪

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ২৩:৪৭
মসজিদের ইমামের বেতনের টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৪
ছবি : আরটিভি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মসজিদের ইমামের জন্য কালেকশনের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের মুসুল্লিরা। আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) আছরের নামাজের সময় কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের আলিখার হাট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আলিখার হাট মসজিদের ইমামের বেতনের মাসিক টাকা কালেকশনের জন্য সিরাজ বেপারীর নিকট যায় কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়ার ভাতিজা রাকিব মিয়া। তখন সিরাজ বেপারী রাকিবকে টাকা না দিয়ে মারধর করে। পরে মারধরের বিষয়টি নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে আছরের নামাজের পূর্বে ধারালো অস্ত্র সহকারে সিরাজ বেপারী তার মেয়েজামাই নয়ন ও মাইনুলসহ ১০ থেকে ১২ জনকে নিয়ে ইমামের টাকা কালেকশনে বের হন। এ সময় তারা রাকিবের বাড়িতে হামলা করে রাকিবের বাবা গিয়াস উদ্দিন মিয়া (৬০), চাচা বাহাউদ্দীন মিয়া (৫৫), রাকিবের বড়ভাই বজলু মিয়া (৩৫) ও রাকিব মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বজলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

আহত বাহাউদ্দীন মিয়া জানান, সিরাজ বেপারীর কাছে রাকিব মসজিদের ইমামের মাসিক বেতনের ধার্যকৃত টাকা কালেকশন করতে যায়। এ সময় সিরাজ বেপারী রাগারাগি করে বলে, ‘তোকে টাকা দেব কেন তুই কে। খয়রাতির ছেলে খয়রাত করতে নামছে’। এসব বলে গালিগালাজ করতে থাকলে রাকিব এর প্রতিবাদ জানায়। পরে তাকে মারধর করেন সিরাজ বেপারী। বিষয়টি ফয়সালা হওয়ার পর বিকেলে সিরাজ বেপারী তার ২ মেয়ের জামাতাদের নিয়ে আমাদের বাড়িতে হামলা করে আমাদের কুপিয়ে জখম করেছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু
বরিশালে ১০ নদীর পানি বিপৎসীমার ওপরে
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুয়াকাটায় আটকেপড়া পর্যটকরা ফিরলেন সেনা পাহারায়