• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ১৪:৫৭
ছবি : আরটিভি

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

বুধবার (২৭ মার্চ) রাতে রাবনা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেবক দাস নিথক গ্রামের মো. দুলু মিয়া, রিপন মিয়া, মিনহাজুল ইসলাম ও রহিম বাদশা।

র‍্যাব-১৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় মাইক্রোবাসের সীটের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাইক্রোবাস, চারটি মোবাইল, নগদ ১ হাজার ৬৫০ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে স্বীকার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ মহাসড়ক ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে গ্রেপ্তার ১৬৬
বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী
টাঙ্গাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৩০
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল টাঙ্গাইল