• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অষ্টগ্রামে ইমাম হাসান (রা.)-এর জন্মবার্ষিকী পালিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ২২:৫২
কিশোরগঞ্জ
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলীতে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হাসানের (রা.) ১৪৪২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, নবি তনয়া ফাতেমা (রা.) ও খলিফা হজরত আলীর (রা.) পুত্র হজরত ইমাম হাসান (রা.) ৩ হিজরিতে ১৫ রমজানে (৬২৪ খ্রিস্টাব্দ) মদিনায় জন্মগ্রহণ করেন। আনন্দময় এই দিনটি ১৬৬ বছর ধরে অষ্টগ্রাম হাবেলীতে পালিত হচ্ছে।

হজরত শাহজালালের (রহ.) সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) ১৩তম বংশধর ও ভাটির পীর খ্যাত অষ্টগ্রাম হাবেলীর প্রখ্যাত সুফিসাধক সৈয়দ আবদুল করিম (আলাই মিয়া) এদিন আনুষ্ঠানিকভাবে পালন শুরু করেন।

বংশ পরম্পরায় সৈয়দ আব্দুল হেকীম আল-হোসাইনী চিশতী (রহ.), পরে সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহ.), বর্তমানে পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান ভ্রাতৃদ্বয়রা পালন করছেন।

মিলাদ দোয়া ও ইফতার মাহফিলে অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান ও পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,পীরজাদা সৈয়দ মেজবাহুল হুসাইন, আরবি প্রভাষক সৈয়দ আব্দুল গফুর, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আল হুসাইনী দরবার শরীফের ভক্তরা ও এলাকার অনেকে।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বংশ পরম্পরায় আমরা ১৬৬ বছর ধরে হযরত হাসান (রা.) জন্মদিন পালন করে আসছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
অষ্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পাগলা মসজিদে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
X
Fresh