• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে

আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ০৮:৩৭
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামে তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন- আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রূপসী বেগম ও নাতনি রাজিয়া আক্তার।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার (২৩ মার্চ) পরিবারটি একটি তরমুজ কিনে ইফতারে সবাই মিলে খান। এরপর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে তারা সদর হাসপাতালে ভর্তি হন।

অসুস্থদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে এমনটি হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh