• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ১৪:৫৮
ছবি : আরটিভি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও দুদিনের কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি এবং ইন্টার্ন চিকিৎসকরা ।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ চত্বরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন ডাক্তারদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ তুলেন, এই দ্রব্যমূল্যের বাজারে ভালোভাবে বেঁচে থাকার জন্যে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নূন্যতম ৩০ হাজার ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের বেতন ভাতা নূন্যতম ৫০ হাজার করতে হবে। এ ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের বকেয়া ৯ মাসের ভাতা এখনও আটকে আছে।

এ সময় ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, বিএসএমএমইউ এর অধীনে ১২টি প্রতিষ্ঠানের কাজ আকস্মিক বন্ধ হয়ে যাওয়া, ভাতাও পুনরায় চালু এবং চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ইন্টার্ন চিকিৎসক আবু রায়হান, ইশরাত শাহাব তৃষা, সামিয়া অমি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
X
Fresh