• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২৪, ২০:১০
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে। আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০), আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। হতাহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী জানান, আমার স্বামী (নুরুল ইসলাম) একজন সৌদি প্রবাসী। সে গত ১ মাস পূর্বে দেশে এসেছে। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী নিহত হন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় 
X
Fresh