• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে বালু বিক্রিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২৪, ১৯:০৬
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে নদ খননের ড্রেজারে উত্তোলিত বালু দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে জয়নব বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার বোররচর মৃধাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জয়নব বেগম স্থানীয় আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় নিহত জয়নবের ছেলে ইসমাইল এবং মিলনসহ আরও ৪ জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ‍্যে মো. জহুর উদ্দিন নামক এক ব‍্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় জালাল উদ্দীন এবং রব্বানী গ্রুপের মাঝে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় জালাল উদ্দীনের ভাবি জয়নব বেগম ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন থেকে হজের প্রথম ফ্লাইট
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
X
Fresh