• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় উদ্ধার হওয়া লাশটি জামালপুরের কাউন্সিলরের

আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২৪, ০২:২৯
জামালপুর, কাউন্সিলর,  লাশ,
ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ শনাক্তের পর জানা গেছে এটি জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মমিনের (৪৮) লাশ। সে মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে।

বুধবার (২০ মার্চ) মহাসড়কের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টে এই পরিচয় উঠে এসেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

তিনি বলেন, পরিচয় শনাক্তের পর খবর পেয়ে মৃত কাউন্সিলরের ভাইসহ পাঁজন আত্মীয় জামালপুর থেকে রাত ১২টায় চৌদ্দগ্রাম থানায় এসে পৌঁছেছেন। এসেই ভাইসহ স্বজনরা মৃতদেহটি শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, পরবর্তী আইনি কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরের আগেই তারা মৃতদেহটি নিয়ে যেতে পারবে বলে আশা করছি।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় এর পরিচয় সনাক্ত করে।

পুলিশ আরও জানায়, তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। পাশাপাশি ইন্ডিয়ান হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। গত ১৫ মার্চ বাড়ি থেকে ব্যবসায়ীক উদ্দেশে কক্সবাজারের চকরিয়ার রওনা হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহসাড়কের পাশে ফেলে যায়।

মমিনের ছেলে ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, ১৫ মার্চ ব্যবসায়ীক কাজে বিভিন্নভাবে তিনি ব্যাংকের মাধ্যমে আমার থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আমাকে মুঠোফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে মেলান্দহের উদ্দেশে হলুদ নিয়ে রওনা দিচ্ছেন।

তিনি আরও জানান, এরপরবাবার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ফোন করে জানায় বাবার লাশ কুমিল্লার মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
X
Fresh