• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২৪, ২৩:০০
ছবি : আরটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরার অপরাধে আটককৃত ৩০ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের প্রত্যককে ৫ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার কমলনগরের মতিরহাট ও মাতাব্বর হাটের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল, ৭টি নৌকা ও ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ।

রাত ৯ টার দিকে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার অপরাধে কলনগরের যৌথ অভিযানে মতিরহাট ও মাতাব্বরহাট এলাকা থেকে নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও মাছসহ ৩০ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত নৌকা ৭টি উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে রয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
X
Fresh