• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২৪, ১০:২৫
যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মোহাম্মদ মুরাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সীতাকুন্ড সদর থেকে আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার এটিএম গিয়াস উদ্দিনের ছেলে।

মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ হত্যা মামলার প্রধান আসামি মুরাদ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন।

তিনি বলেন, ইউপি সদস্য মুরাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সীতাকুন্ড সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ নভেম্বর নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিনদিন পর (১৪ নভেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত জামশেদের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে মুরাদকে প্রধান আসামি করে ১৭ জনের নামে হত্যা মামলা করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ 
মাদক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাগেরহাট কারাগারে যুবদল নেতার মৃত্যু
X
Fresh