• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সেমাইয়ের কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ২০:৪৯
ছবি : আরটিভি

মেহেরপুর সদর উপজেলায় একটি কারখানায় ভোক্তা অধিকারের বাজার অভিযানে নকল সেমাই তৈরি ও বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার গোভিপুর বাজারে এ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক সজর আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোভিপুর গ্রামে মা এন্টার প্রাইজ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সেমাই বনফুল কোম্পানির প্যাকেটজাত করা অবস্থায় পাওয়া যায়। বনফুল প্যাকেটজাত করার বৈধ কাগজপত্র ও বিএসটিআই কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানাসহ ভেজাল সেমাই জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ বলেন, ভোক্তা অধিকারের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে অভিযান চলমান রয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh