• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

অবন্তিকার মৃত্যু : কুমিল্লায় জবির সহকারী প্রক্টর এবং সহপাঠীর বিরুদ্ধে মামলা 

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২৪, ২৩:০৭
অবন্তিকার মৃত্যু : কুমিল্লায় জবির সহকারী প্রক্টর এবং সহপাঠীর বিরুদ্ধে মামলা 
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে কুমিল্লায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। জানিনা মামলা করে কতটুকু বিচার পাব। তবে আমার প্রত্যাশা থাকবে দায়ীরা যেন উপযুক্ত শাস্তি পায়।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, রাত ৯টার দিকে মামলাটি গ্রহণ করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি যেহেতু চাঞ্চল্যকর এবং আলোচিত তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
X
Fresh